ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

প্রকৃতির সুনিপুণ দমার চর যেন এক খেয়ালী শিল্পীর নিখুঁত কাজ (ভিডিও)

সাদ বিন শফিক

প্রকাশ: ০৭ মে ২০২২ | ০৩:২১ | আপডেট: ২৯ মে ২০২৪ | ১১:২৬

এক পাশে প্রমত্তা মেঘনা। অন্য পাশটায় বিস্তীর্ণ বঙ্গোপসাগর। এরই মাঝে জেগে আছে বালু মাটির এক অনন্য বিস্ময় দমার চর। 

অবস্থান নোয়াখালীর নিঝুম দ্বীপের ঠিক পূর্ব পাশে। নয়নাভিরাম এই চরটি এখনো অনেকটাই অপরিচিত বাইরের মানুষের কাছে।

বছরজুড়ে অসংখ্য পাখির কলকাকলিতে ভাঙ্গে দমার চরের নির্জনতা। শীতের সময়টাতে থাকে পরিযায়ী পাখির আধিক্য। বিস্তীর্ণ মাঠ আর বাতাসের মৃদুমন্দ সুরে ভেসে তখন বেড়ায় জীবনের গান। ভাগ্য ভালো থাকলে দেখা মিলবে চঞ্চল লাল কাঁকড়ার নির্ভয় বিচরণ।

চরটির বুকের ওপর দিয়ে বয়ে গেছে ছোট খাট বেশ কিছু খাল। দেখে মনে হবে যেন কোন খেয়ালী শিল্পীর সুনিপুণ কাজ যা দেখার নেশায় ছুটে আসতে ইচ্ছে হবে বার বার।

আরও পড়ুন: প্রাকৃতিক সৌন্দর্যে ভরা নির্জন দ্বীপ সোনাদিয়া, আছে লাল কাঁকড়ার ছোটাছুটি (ভিডিও)

আরও পড়ুন

×