ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বিদেশে আ. লীগের প্রভু নেই, বন্ধু আছে: কাদের

বিদেশে আ. লীগের প্রভু নেই, বন্ধু আছে: কাদের

ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২২ | ১০:৪০ | আপডেট: ০১ মে ২০২২ | ১১:০৫

রোববার (১ মে) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

এ সময় কাদের বলেন, আওয়ামী লীগের শক্তি এদেশের জনগণ। তিনি বলেন, তিস্তা নদী পানি বন্টনের অমীমাংসিত বিষয়ে ভারতের কাছে বাংলাদেশ সহায়তা চাইতেই পারে। ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখেই আলোচনা করে সব সমস্যার সমাধান করতে হবে। 

ওবায়দুল কাদের বলেন, দেশের সব সংকট ও দুর্যোগে সবার আগে মানুষের কাছে পৌঁছে আওয়ামী লীগ। শেখ হাসিনার বলিষ্ঠ ও বিচক্ষণ নেতৃত্বে সবাই কাজ করছেন। আওয়ামী লীগ কখনো হতাশ হয় না।

মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী ও মেহনতী মানুষকে শুভেচ্ছা জানিয়ে কাদের বলেন, আজ মে দিবস পালিত হচ্ছে। এটি একটি ঐক্যের দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।

আরও পড়ুন: চার দিনে ৭৩ লাখ মানুষ ঢাকা ছেড়েছে

সম্পর্কিত

আরও পড়ুন

×