ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন পুতিন

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন পুতিন

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২২ | ০৯:১৬ | আপডেট: ০৬ মে ২০২২ | ০৯:৪৯

পুতিন একটি ফোনকলে বেনেতকে আরও বলেছিলেন যে, রাশিয়া জাতিসংঘ এবং রেড ক্রস দ্বারা পরিচালিত মানবিক করিডোরের মাধ্যমে ইউক্রেনের মারিউপোল বন্দরে অবরুদ্ধ আজভস্টাল স্টিল ওয়ার্কসে থাকা বেসামরিক লোকদের বের হওয়া অনুমতি দেবে।

আরও পড়ুন: পুতিনের ঘনিষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে হামাস নেতাদের বৈঠক, উদ্বেগে ইসরায়েল

বেনেতের অফিস জানিয়েছে, এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে আজভস্টাল স্টিল ওয়ার্কস থেকে বেসামরিক লোকদের বের হওয়ার অনুমতি দিতে অনুরোধ জানিয়েছিলেন।

কয়েকদিন আগে লাভরভ বলেছিলেন, হিটলারের ইহুদি শেকড় রয়েছে। এরপর ইসরায়েল কড়া প্রতিক্রিয়া দেখায়। তারা এটিকে ‘ক্ষমাযোগ্য’ মিথ্যা বলে বর্ণনা করে। ইসরায়েলের ভাষায়, এতে নাৎসি হলোকাস্টের ভয়াবহতাকে হেয় করা হয়েছে৷

আরও পড়ুন: মসজিদে আজান হলো ঠিকই তবে শোনা গেল না মাইকে

পুতিনের সঙ্গে কথা বলার পর বেনেত জানান, তিনি তার ক্ষমাপ্রার্থনা গ্রহণ করেছেন এবং রাশিয়ান নেতাকে ‘ইহুদি জনগণ এবং হলোকাস্টের স্মৃতির প্রতি তার সম্মান প্রদর্শনের জন্য’ ধন্যবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায় ইসরায়েল। তাই পুতিনের ‍ফোনকলের পর আবারও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে দেখা যেতে পারে ইসরায়েলকে।

আরও পড়ুন: হিন্দু স্বামীকে রাস্তায় পিটিয়ে-কুপিয়ে হত্যা করল ‍সুলতানার পরিবার

আরও পড়ুন

×