ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ইরানি ড্রোনের কিছুই করতে পারল না ইসরায়েলের যুদ্ধবিমান

ইরানি ড্রোনের কিছুই করতে পারল না ইসরায়েলের যুদ্ধবিমান

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২২ | ০৫:১২ | আপডেট: ০১ মে ২০২২ | ০৫:২১

ইরানের গণমাধ্যম জানিয়েছে, ৪১টি ইসরায়েলি যুদ্ধবিমান দু’টি ইরানি ড্রোনকে আটকাতে ব্যর্থ হয়েছে। ওই দু’টি ড্রোন দিয়েই এই মিশনটি পরিচালনা করা হয়েছিল।

আরও পড়ুন: ইফতার বানানোর সময় বোনকে শ্বাসরোধ করে হত্যা

ঘানি বলেছেন, ইসরায়েল সামরিক মহড়ার মাধ্যমে ব্যর্থ হস্তক্ষেপ ঢাকার চেষ্টা করেছে। এ সময় তিনি সতর্ক করে দিয়ে ইসরায়েলকে বলেন, খুব দেরি হওয়ার আগে আপনাদের আসল দেশে ফিরে যাওয়াই আপনাদের জন্য ভালো।

তিনি আরও বলেন, ৭০ বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলিরা একটি ঐক্যবদ্ধ জাতি হতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলে বর্ণবাদ শীর্ষ পর্যায়ে পৌঁছেছে এমন সংবাদ প্রচার করা হয় না।

আরও পড়ুন: ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মাইক সরাবে না বিহার সরকার

এদিকে ফিলিস্তিনি, সিরিয়ান এবং ইরানিদের বিরুদ্ধে আগ্রাসনের কথা উল্লেখ করে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হাসান সালামি বলেন, ইসরায়েল তার নিজের ধ্বংসের জন্য পরিস্থিতি তৈরি করছে।

আরও পড়ুন

×