ঢাকা বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

সৌদি আরব, আমিরাতসহ মধ্যপ্রাচ্যে কাল ঈদ

সৌদি আরব, আমিরাতসহ মধ্যপ্রাচ্যে কাল ঈদ

ছবি - সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২২ | ১৩:২৮ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:০০

শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখতে না পাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে জানিয়েছেন সৌদির আরবের সর্বোচ্চ আদালত। খবর আল অ্যারাবিয়া ইংলিশের।

প্রতিবেদন অনুযায়ী, যেসব দেশে ২ এপ্রিল থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে সেসব দেশে ১ মে ৩০টি রোজা পূর্ণ হবে। 

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র এক টুইট বার্তায় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক, কুয়েত, বাহরাইন, ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, লেবানন, মিশর, সুদান এবং তুরস্কও সোমবার ঈদুল ফিতর উদযাপনের দিন ঘোষণা করেছে।

পবিত্র রমজান মাসের শেষে ঈদুল ফিতর উদযাপন করে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়। অর্ধচন্দ্রাকার চাঁদ দেখার উপর ভিত্তি করে এই পবিত্র মাসটি ২৯ বা ৩০ দিন স্থায়ী হয়ে থাকে।

প্রসঙ্গত, চন্দ্র পঞ্জিকা বা লুনার ক্যালেন্ডার অনুসরণ করে আসছেন মুসলিমরা। একেকটি হিজরি সনে ১২টি মাস থাকলেও ৩৫৪ বা ৩৫৫ দিনে বছর শেষ হয়।

আরও পড়ুন

×