ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

৩ মে’র মধ্যে সব মসজিদ থেকে মাইক সরাতে হবে: রাজ ঠাকরে

৩ মে’র মধ্যে সব মসজিদ থেকে মাইক সরাতে হবে: রাজ ঠাকরে

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২২ | ০৪:২৫ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

একটি জনসভায় ভাষণ দেয়ার সময় রাজ ঠাকরে বলেন, মসজিদগুলো থেকে লাউডস্পিকার সরানোর জন্য ৩ মে (মঙ্গলবার) সময়সীমার পরে যা ঘটবে তার জন্য আমি দায়ী থাকব না।

আরও পড়ুন: মাঝ আকাশে ঝড়ের কবলে যাত্রীবাহী উড়োজাহাজ

এমএনএস প্রধান বলেন যে, ৪ মে থেকে সব হিন্দুদের উচিত মসজিদের উপরে লাউডস্পিকারের দ্বিগুণ পরিমাণে হনুমান চল্লিশা বাজানো। যদি তারা (মুসলিমরা) সুন্দরভাবে না বোঝে, আমরা তাদের মহারাষ্ট্রের শক্তি দেখাব।

তিনি বলেন, লাউডস্পিকারের আওয়াজ ধর্মীয় বিষয় নয় বরং সামাজিক সমস্যা। মসজিদের ওপর সব লাউডস্পিকার বেআইনি। এটা কী কনসার্ট যে এতগুলো লাউডস্পিকার ব্যবহার করা হচ্ছে?

আরও পড়ুন: ইরানি ড্রোনের কিছুই করতে পারল না ইসরায়েলের যুদ্ধবিমান

রাজ ঠাকরে আরও বলেন, উত্তরপ্রদেশ সরকার যদি লাউডস্পিকারগুলো সরিয়ে ফেলতে পারে, তবে তার চাচাতো ভাই উদ্ধব ঠাকরের নেতৃত্বে মহারাষ্ট্র সরকারকে তা করা থেকে কেন বাধা দিচ্ছে?

আরও পড়ুন

×