ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

কিশোরগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২২ | ১৫:৩৩ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

বৃহস্পতিবার (৫ মে) রাত ৮ টায় সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: আশাশুনিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

২০ বছর বয়সী ওই যুবকের নাম মাছুম মিয়া। সে সদর উপজেলার যশোদল ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামের বাসিন্দা মোমতাজ মিয়ার ছেলে। 

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গতকাল রাতে অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশ গোপনে তৎপরতা চালায়। বৃহস্পতিবার বিকেলে আবারও সেই যুবক অসৎ উদ্দেশ্য নিয়ে মেডিকেল এলাকায় ঘুরতে আসে। পরে তার ছবি তুলে কিশোরীকে দেখানোর পর তাকে শনাক্ত করে। তারপরও সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত

আরও পড়ুন

×