ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

সু চির আপিল খারিজ, ৫ বছরের কারাদণ্ড বহাল

সু চির আপিল খারিজ, ৫ বছরের কারাদণ্ড বহাল

অং সান সু চি। ছবি - সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২২ | ০৬:২৬ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে সু চির আপিল আবেদনটি গতকাল বুধবার খারিজ করে গত ২৭ এপ্রিল দেওয়া শাস্তি বহাল রেখেছেন আদালত।

মামলার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র রয়টার্সকে জানিয়েছে, ‘খুব সংক্ষিপ্ত আনুষ্ঠানিক প্রক্রিয়ায় আপিলটি খারিজ করা হয়।’ এটি আরও জানায়, আদালত উভয় পক্ষের যুক্তি না শুনেই আবেদন খারিজ করে দিয়েছে।

গত সপ্তাহে সু চির বিরুদ্ধে দায়ের করা ১১ দুর্নীতি মামলার প্রথম রায়ে তাকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর থেকে ৭৬ বছর বয়সী সু চিকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ১৮টি মামলা হয়েছে। সেগুলোর মধ্যে আছে দুর্নীতি, নির্বাচনী আইন ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের লঙ্ঘন। এ সব অভিযোগ প্রমাণিত হলে সু চির সর্বোচ্চ ১৯০ বছরের কারাদণ্ড হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, উচ্চ আদালতে জামিন আবেদন খারিজ হওয়ায় সু চির সক্রিয় রাজনীতিতে শিগগিরই ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে।

আরও পড়ুন

×