ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২২ | ০৪:৪৪ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

এছাড়া রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে টিকাপাড়া মহানগর ঈদগাহে সকাল ৮টায়। তৃতীয় বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে বড় মসজিদ সংলগ্ন সাহেব বাজার জিরোপয়েন্টে সকাল ৮টায়।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।

নগরীর পাড়া মহল্লায় ঈদের জামাতের জন্য ইসলামিক ফাউন্ডেশন বা রাজশাহী জেলা প্রশাসন এবার ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করে দেয়নি। প্রতিটি এলাকার মসজিদ কমিটি তাদের সুবিধামত নামাজের সময় নির্ধারণ করবেন।

তবে বেশিরভাগ এলাকায় ঈদগাহে বা মসজিদে এবার সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যেই ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী।

আরও পড়ুন

×