ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

টয়লেট করতে ঘরে ঢুকে বাবা-ছেলেকে কোপালেন ‘অপরিচিত’ যুবক

টয়লেট করতে ঘরে ঢুকে বাবা-ছেলেকে কোপালেন ‘অপরিচিত’ যুবক

প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২২ | ১২:৫৩ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

ফ্রি মালয়েশিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, মালয়েশিয়ার জোহরের কোটা টিংগির ফেলদা বুকিত ইস্টারের একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে বাবা-ছেলেকে কোপান ওই ব্যক্তি।

আরও পড়ুন: ৩০ মিনিট আগুনে ছটফট করতে করতে মারা গেলেন জেসমিন-সাফা

কোটা টিংগি জেলার পুলিশ প্রধান হুসেন জামোরা জানিয়েছেন, ওই পরিবারের কাছে টয়লেট ব্যবহার করার অনুমতি চেয়েছিলেন ৩০ বছর বয়সী ওই ব্যক্তি।

তিনি বলেন, পরে বাড়ির মালিকের ছেলে তাকে একটি রুমে প্রবেশের চেষ্টা করতে দেখেন। যখন তারা তাকে থামানোর চেষ্টা করে, তখন তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং বাড়ির ভেতর থাকা একটি চাপাতি দিয়ে হামলা চালায়।

আরও পড়ুন: নিরাপত্তা বলয় ভেঙে ইসরায়েলে ভয়াবহ হামলা, যুক্তরাষ্ট্রের নিন্দা

জামোরা বলেন, প্রতিবেশীরা বাড়ির মালিকের স্ত্রীর চিৎকার শুনে সাহায্যের জন্য এগিয়ে আসে। পুলিশ না আসা পর্যন্ত তারা সন্দেহভাজন ব্যক্তিকে আটকে রাখে।

তিনি বলেন, ৬০ বছর বয়সী বাড়ির মালিক এবং তার ছেলে সামান্য আঘাত পেয়েছেন। একটি হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন তারা। সন্দেহভাজন ব্যক্তিও আহত হন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন পুতিন

জামোরা বলেন, পরীক্ষার পর তার প্রস্রাবে মেথামফেটামিনেরে উপস্থিতি পাওয়া গেছে। এর আগে মাদকের দু’টি ঘটনায় তার সম্পৃক্ততা ছিল।

আরও পড়ুন

×