ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ইতেকাফ শেষে ঈদের আগের দিন মসজিদে অসুস্থ হয়ে মুসল্লির মৃত্যু

ইতেকাফ শেষে ঈদের আগের দিন মসজিদে অসুস্থ হয়ে মুসল্লির মৃত্যু

ছবি সংগৃহীত

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২২ | ০১:২২ | আপডেট: ০৩ মে ২০২২ | ০২:৩৯

গতকাল সোমবার (২ মে) দুপুরে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট ঈদগাহ মাঠ জামে মসজিদে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, চরভুরুঙ্গামারী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের মৃত ধীরেন্দ্র নাথ সাহার ছেলে মজিবর স্থানীয় নতুনহাট ঈদগাহ মাঠ জামে মসজিদে ১০ দিনের ইতেকাফে অবস্থান নেন। ঈদের আগের দিন ১০ দিনের ইতেকাফ শেষে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বাড়িতে নেয়ার পথে দুপুর ১২টার দিকে মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন: আখাউড়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা 

পরিবার জানায়, মজিবর রহমান স্বাধীনতা যুদ্ধের আগে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর থেকে নিয়মিত ধর্ম কর্ম করতেন। দীর্ঘদিন থেকে শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন তিনি।

চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক উদ্দিন বলেন, মজিবর রহমান তাবলীগ জামায়াত করতেন। পুরো মাস রোজা ও ১০ দিনের ইতেকাফ সম্পন্নের পর ঈদুল ফিতরের একদিন আগেই তিনি মৃত্যুবরণ করলেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত

আরও পড়ুন

×