ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

এবার ট্রেন থামিয়ে মদ পান করতে গেলেন চালক

এবার ট্রেন থামিয়ে মদ পান করতে গেলেন চালক

গ্রেপ্তার করণবীর যাদব। ছবি - সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২২ | ১৫:৩৫ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

এবিপি ও আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে রীতিমতো মদ পান করতে চলে গেলেন চালক। আর এক ঘণ্টা অপেক্ষা করলেন যাত্রীরা।

ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের সমস্তিপুর রেল ডিভিশনের হাসানপুর স্টেশনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাজধানী এক্সপ্রেসকে আগে ছেড়ে দেয়ার জন্য সমস্তিপুর থেকে সহরসাগামী প্যাসেঞ্জার ট্রেনটিকে হাসানপুর স্টেশনে দাঁড় করিয়ে রাখেন স্টেশন কর্তৃপক্ষ।

এ সময় সহকারী চালক করণবীর যাদব ট্রেনের ইঞ্জিন ছেড়ে উধাও হয়ে যান। রাজধানী এক্সপ্রেস চলে যাওয়ার পরে প্যাসেঞ্জার ট্রেনটিকে সিগন্যাল দেয়া হয়। কিন্তু তার পরেও ট্রেন না ছাড়ায় সহকারী স্টেশন মাস্টার যখন বিষয়টি খোঁজ নিতে যান, তিনি হতভম্ব হয়ে যান। কোথায় চালক?

ইতিমধ্যে অনেকটা সময় গড়িয়ে গেছে। যাত্রীরাও অধৈর্য হয়ে পড়ছিলেন। এ সময় যাত্রীরা চেঁচামেচি শুরু করে দেন। পরিস্থিতি সামলাতে চালকের খোঁজে নামে জিআরপি।

তখন স্টেশনের অদূরেই একটি বাজারে মদ্যপ অবস্থায় মাতলামি করতে দেখতে পাওয়া যায় চালককে। তার তখন দাঁড়িয়ে থাকার মতো অবস্থা ছিল না। জিআরপি ওই অবস্থাতেই চালককে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

×