ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

মামলা

মির্জা আব্বাসের মামলার রায় আজ

মির্জা আব্বাসের মামলার রায় আজ

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩ | ০৭:৩৪ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪ | ০৯:৩৯

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা মামলার রায় ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমাম গত ২২ নভেম্বর এই দিন ধার্য করেন।  

গত ১৫ নভেম্বর বিশেষ জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দেন মির্জা আব্বাস। এর পর তাঁকে জেরা করেন দুদকের আইনজীবী। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করা হয়। এর আগে ৫ নভেম্বর এ মামলায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখান আদালত।


আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৭ কোটি ৫৪ লাখ  টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদক ২০০৭ সালে রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা করে। 

আরও পড়ুন

×