ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

যাযাবর জীবনে স্বস্তির ছায়া, ঘর পাচ্ছে ৫৯ বেদে পরিবার (ভিডিও)

যাযাবর জীবনে স্বস্তির ছায়া, ঘর পাচ্ছে ৫৯ বেদে পরিবার (ভিডিও)

ঘর পাচ্ছে ৫৯ বেদে পরিবার

মুরসালিন জুনায়েদ

প্রকাশ: ০৫ মে ২০২২ | ০৮:৫৬ | আপডেট: ০৫ মে ২০২২ | ০৯:০৬

দেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠির অন্যতম বেদে সম্প্রদায়। রাতের মতোই যুগের পর যুগ ধরে যাদের জীবন আধাঁরে ঢাকা। নিয়ম করে সূর্য ওঠে ঠিকই, কিন্তু দিনের আলোটুকু বয়ে যায়না বেদে সংসারে। কারো বাড়ির আঙ্গিনায়, পথে ঘাটে বা জমির পাশে ফাঁকা স্থানে পলিথিন আর বাশ দিয়ে তৈরি তাবুতে জীবনযাপন এই সম্প্রদায়ের মানুষদের।

দীর্ঘদিন পরে বেদে সম্প্রদায়ের অবহেলিত জীবনের অবসান হতে যাচ্ছে। ঝিনাইদহ জেলার কালীগঞ্জে সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় তারা পেতে যাচ্ছে জমিসহ পাকা ঘর। জমিসহ ঘর বুঝে পাবে ৫৯টি বেদে পরিবার। পরিকল্পনায় গুরুত্ব পেয়েছে তাদের নিজস্ব জীবনাচার।

কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের মাজদিয়া বাঁওড় পার্শ্ববর্তী জমিতে ঠাই পেতে যাচ্ছে ৫৯ বেদে পরিবার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া জানান, এসব জনগোষ্ঠী যে ধরনের পরিবেশে বাস করতে ইচ্ছুকম সেভাবেই গৃহনির্মানের পরিকল্পনা করা হয়েছে।

জীবনযুদ্ধে টিকে থাকা দুস্কর ছিলো যে বেদে'দের, নতুন ঘর তাদের দেখাচ্ছে নতুন জীবনের আলো।

আরও পড়ুন: দেশে দুর্গম পাহাড়ের খাঁজে প্রকৃতির এক অপার বিস্ময় (ভিডিও)

সম্পর্কিত

আরও পড়ুন

×