ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

টপলির দুঃসংবাদে কপাল খুলল ব্রাইডনের

টপলির দুঃসংবাদে কপাল খুলল ব্রাইডনের

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩ | ০৯:১৯ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ | ০৯:১৯

চলমান বিশ্বকাপে ভালো অবস্থানে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড দল। এরই মধ্যে ৪ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একটিতে। তাতেই পয়েন্ট টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড।নিজেদের সর্বশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চোট পান পেসার রিস টপলি। আঙুলের চোটে কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে তার। ফলে তার বদলি হিসেবে ব্রাইডন কার্সকে দলে নিয়েছে ইংল্যান্ড।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চত করেছে আইসিসি। জানিয়েছেন, এই পরিবর্তনের অনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটি। ইংলিশদের দুরবস্থার মধ্যে দারুণ ছন্দে ছিলেন টপলি।

৩ ম্যাচে নেন ৮ উইকেট। তবে প্রোটিয়াদের বিপক্ষে নিজের নবম ওভারে ফিল্ডিং করতে গিয়ে বাঁ-তর্জনীতে চোট পান টপলি। আঙ্গুল ভেঙে গেছে বলে জানা গেছে। ফলে বিশ্বকাপ শেষ তার। টপলির পরিবর্তে সুযোগ পাওয়া ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার ব্রাইডন ইংল্যান্ডের হয়ে ১২টি ওয়ানডে খেলেছেন। 

আরও পড়ুন

×