ঢাকা বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

আখাউড়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা 

আখাউড়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা 

ছবি সংগৃহীত

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২২ | ০১:৫৭ | আপডেট: ০৩ মে ২০২২ | ০২:৩৫

মহসীন ওই গ্রামের শহীদুল সরকারের ছেলে। তিনি বিডি ফুডসসহ একাধিক কম্পানির ডিস্ট্রিবিউটর ছিলেন। পৌর এলাকার রাধানগরে রাজীব কটেজে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল। এর পাশেই নতুন বাড়ি করছিলেন। 

এই হত্যায় একই এলাকার আউয়াল মিয়ার ছেলে আরিফ জড়িত রয়েছেন বলে মহসীনের পরিবার অভিযোগ করেছে। 

মহসীনের সঙ্গে থাকা মো. শফিউল আলম জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে তারা রাধানগর থেকে খলাপাড়া বাড়িতে যাওয়ার সময় পাঁচ-ছয়জন এসে মহসীনের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পরিবারের লোকজন জানান, কিছুদিন আগে মহসীনের বাবাকে অপদস্থ করেন একই এলাকার আউয়াল মিয়ার ছেলে মো. আরিফ। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হয়। এরই জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার জন্য তারা আরিফকে দায়ী করেন।

আরও পড়ুন: ইতেকাফ শেষে ঈদের আগের দিন মসজিদে অসুস্থ হয়ে মুসল্লির মৃত্যু

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটির তদন্ত চলছে।

সম্পর্কিত

আরও পড়ুন

×