ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

অর্থপাচার মামলায় জ্যাকলিনের ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

অর্থপাচার মামলায় জ্যাকলিনের ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২২ | ০৩:০১ | আপডেট: ০১ মে ২০২২ | ০৩:০৫

এরই ধারাবাহিকতায় ৭ কোটি ২৭ লাখ রুপির (প্রায় ৮ কোটি ২৩ লাখ টাকা) সম্পদ বাজেয়াপ্ত করেছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

চাঁদাবাজির টাকা দিয়েই জ্যাকলিনকে ৭.১২ কোটি রুপির ফিক্সড ডিপোজিট করে দেন সুকেশ। সেই সঙ্গে সুকেশ তার ওয়েব-সিরিজ প্রকল্পের একটি স্ক্রিপ্ট লেখার জন্য অগ্রিম হিসাবে জ্যাকলিনের পক্ষে একজন স্ক্রিপ্টরাইটারকে নগদ ১৫ লাখ রুপি দিয়েছিলেন। বাজেয়াপ্ত সম্পদের মধ্যে এই নগদ অর্থও সংযুক্ত রয়েছে।

আরও পড়ুন: সাংবাদিকরাই আমার ছবিকে আলোচনায় রেখেছেন: রোজ নিপা

এই উপহার ছাড়াও জ্যাকলিনকে প্রায় ১ লাখ ৭২ হাজার ৯১৩ মার্কিন ডলার ও ২৬ হাজার ৭৪০ অস্ট্রেলিয়ান ডলার দিয়েছিল সুকেশ। এর বাইরে দামি গাড়ি, ৯ লাখের বিড়াল, ৫২ লাখের ঘোড়া, দামি পাথরের গয়নাও জ্যাকলিনকে উপহার দিয়েছিলেন তিনি। 

আর এই সম্পদের অর্থ বেআইনি পথে উপার্জন করেছেন সুকেশ। তাই জ্যাকলিনের ৭ কোটি ২৭ লাখ রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছে ইডি।

আরও পড়ুন

×