ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

নিউমার্কেটে সংঘর্ষ : সাংবাদিকদের ওপর হামলাকারীরা চিহ্নিত (ভিডিও) 

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২২ | ০৭:০৬ | আপডেট: ০৫ মে ২০২২ | ০৯:৫৫

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা জানান।

এর আগে  নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার কর্মকর্তা কমান্ডার খন্দকার আল মঈন বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি জানান।

সেসময় র‌্যাব জানায়, সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় জড়িত একজন এবং সংঘর্ষের সূত্রপাতকারী দুজনসহ তিনজনকে শরীয়তপুর ও কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গেল ২৮ এপ্রিল সংঘর্ষের সময় ডেলিভারিম্যান নাহিদ মিয়াকে হত্যায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তার সবাই ঢাকা কলেজছাত্র। তারা হলেন- হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের আব্দুল কাইয়্যুম, সমাজবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের পলাশ মিয়া ও মাহমুদ ইরফান, বাংলা বিভাগের ফয়সাল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের মো. জুনায়েদ বুগদাদী।

আরও পড়ুন

×