ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

খুলনায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন, আটক ২

খুলনায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন, আটক ২

ছবি সংগৃহীত

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২২ | ০৮:১৩ | আপডেট: ০৪ মে ২০২২ | ০৮:২১

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম।

তিনি জানান, জমি নিয়ে বাবলু শেখের সঙ্গে তার চাচাতো ভাই মুকুল শেখের বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে আজ সকালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মুকুল ঝুপি নামে একধরনের ধারালো অস্ত্র দিয়ে বাবলুকে আঘাত করেন।

আরও পড়ুন: ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১০ রোহিঙ্গা আটক

ওসি বলেন, পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

সম্পর্কিত

আরও পড়ুন

×