ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ইরাকে প্রচণ্ড ধুলিঝড়ের কবলে রোমান-দিয়ারা

ইরাকে প্রচণ্ড ধুলিঝড়ের কবলে রোমান-দিয়ারা

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২২ | ১১:২১ | আপডেট: ০৭ মে ২০২২ | ১১:২৪

আরও পড়ুন: টেস্ট ক্রিকেটে ফেরা নিয়ে যা বললেন আমির

ইরাকের সোলামানিয়া থেকে বাংলাদেশ দলের ম্যানেজার ফয়সাল আহসান উল্লাহ গণমাধ্যমকে জানান, ‘বাংলাদেশ রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টের প্রথম পর্ব শেষ করার কিছুক্ষণ পরই ধুলিঝড় শুরু হয়। তীব্র বাতাস ও হঠাৎ তাপমাত্রা অনেক নেমে যায়।’ 

ঝড়ো বাতাসের সঙ্গে সঙ্গে আরচ্যার, অফিসিয়ালরা নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

পুনরায় খেলা শুরু হওয়া প্রসঙ্গে ফয়সাল বলেন, ‘আবহাওয়া স্বাভাবিক হলে টেকনিক্যাল অফিসিয়ালরা নির্দেশনা দেবেন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা কিছুক্ষণ পর।’ 

ধুলিঝড়ের জন্য মধ্যাহ্ন বিরতি এক ঘণ্টা বেড়েছে। ঝড় থামার পর বোর্ড ও আনুষঙ্গিক সব কিছু ঠিক করতে সময় লাগবে কিছু। তীব্র বাতাসে বোর্ডসহ অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন

×