ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ফসলের সঙ্গে ডুবেছে হাওরবাসীর ঈদ (ভিডিও)

ফসলের সঙ্গে ডুবেছে হাওরবাসীর ঈদ (ভিডিও)

ফসলের সঙ্গে ডুবেছে হাওরবাসীর ঈদ

এ আর জুয়েল

প্রকাশ: ০২ মে ২০২২ | ১৬:৫৩ | আপডেট: ০২ মে ২০২২ | ১৬:৫৮

এপ্রিলের প্রথম দিকে পাহাড়ি ঢলের দাপটে সুনামগঞ্জে একের পর এক ভেঙেছে ৩০টি হাওরের বাঁধ। ডুবেছে ২০ হাজার হেক্টরের বেশি বোরো ধান। কেউ আধাপাকা ফসল ঘরে তুললেও বেশিরভাগ বিক্রি যোগ্য নয়।

স্বপ্নের ফসল হারিয়ে হাজারো কৃষক পরিবারে এখন কেবলই হাহাকার। ভাটা পড়েছে ঈদ আনন্দেও। ছেলে-মেয়েদের জন্য কেনা হয়নি নতুন জামা।

তবে ঈদে বাচ্চাদের নতুন কাপড় আর ভালো খাবারের ভাবনা ছাপিয়ে দুশ্চিন্তায় নিষ্ঠুর বাস্তবতা। কিভাবে হবে সারা বছরের ভরণ পোষণ কিংবা ঋণের টাকা পরিশোধ?

সুনামগঞ্জে হাওরের ফসল ডুবে ২০ হাজার কৃষকের ক্ষতি অন্তত শত কোটি টাকা।

আরও পড়ুন

×