ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

দর্জি বাড়ির ব্যস্ততা: বাড়তি শ্রমেও মেলে না ঈদ বোনাস (ভিডিও)

দর্জি বাড়ির ব্যস্ততা: বাড়তি শ্রমেও মেলে না ঈদ বোনাস (ভিডিও)

দর্জি বাড়ির ব্যস্ততা

সাইফুল ইসলাম তুহিন, নড়াইল

প্রকাশ: ০২ মে ২০২২ | ১১:৫৭ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

সূর্যোদয় ও সূর্যাস্তের সঙ্গে গতি মিলিয়ে ঘড়ির কাটার অবস্থানের পরিবর্তনেও থামে না কাঁচি-ছুরির শব্দ। দীর্ঘ দিন পর করোনার বিধিনিষেধের বেড়াজাল থেকে বের হয়েছে দেশ। তাই আবারও জমজমাট টেইলার্স ব্যবসা। এই সুযোগে গত দুই বছরের ক্ষতি পুষিয়ে নিতে চান টেইলার্স মালিকরা।

রমজান মাসের শুরু থেকে বাড়তে থাকে অর্ডার, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে সেলাইয়ের বিল। তবে যাদের অক্লান্ত পরিশ্রমে প্রস্তুত হয় ঈদের নতুন জামা, পরিবর্তন হয় না তাদের মজুরি। বাড়তি শ্রম দিলেও পান না ঈদ বোনাস। সেলাই প্রতি নির্ধারিত মজুরিতেই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

পুরো মাস বিশ্রামহীন কাটালেও জেলা শহরগুলোতে এর জন্য মিলে না বাড়তি পারিশ্রমিক। সেলাই প্রতি নির্ধারিত মজুরি নিয়েই ফিরতে হয় বাড়ি। পান না ঈদ বোনাসও।

উল্লেখ্য, পোশাকভেদে সেলাই প্রতি ৯০ টাকা থেকে সাড়ে ৩শ' টাকা পর্যন্ত মজুরি পান শ্রমিকরা।

আরও পড়ুন: ঈদ কেনাকাটার শেষ দিন আজ, জমে উঠছে শপিংমল

সম্পর্কিত

আরও পড়ুন

×