ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ

ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ

ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২২ | ০১:৩২ | আপডেট: ০৭ মে ২০২২ | ০৪:৫৯

আগামীকাল রোববার থেকে পুরোদমে অফিস শুরু হতে যাচ্ছে। তাই জীবিকার তাগিদে আজই ঢাকায় ফেরার তাড়া মানুষের। গত বৃহস্পতি ও শুক্রবার সড়ক পথে তেমন দুর্ভোগ পোহাতে না হলেও মানুষের চাপ থাকায় কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে ট্রেন যাত্রীদের।

কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, ঈদের স্পেশাল ট্রেনসহ মোট ৩৭টি আন্তঃনগর ট্রেন সারাদেশ থেকে যাত্রী নিয়ে আজ ঢাকায় আসবে। অতিরিক্ত যাত্রী-চাপ মাথায় রেখে প্রস্ততিও নিয়েছেন অন্যান্য পরিবহণগুলোও। 

এদিকে রাজধানী ঢাকা এখনও অনেকটাই ফাঁকা। বৃহস্পতিবার (৫ মে) সরকারি অফিস আদালত খুললেও উপস্থিতি ছিল খুব কম। ধারণা করা হচ্ছে, রোববার থেকে রাজধানী ফিরে যাবে আগের রূপে।

আরও পড়ুন: আত্মীয়কে জরিমানা করায় টিটিই বরখাস্তের বিষয়টি জানেন না, দাবি রেলমন্ত্রীর

আরও পড়ুন

×