ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

দেশে দুর্গম পাহাড়ের খাঁজে প্রকৃতির এক অপার বিস্ময় (ভিডিও)

সাদ বিন শফিক

প্রকাশ: ০৫ মে ২০২২ | ০৪:৪৩ | আপডেট: ০৫ মে ২০২২ | ০৬:৩৯

বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঝর্ণা কোনটি? নানা জনে নানা মত দিলেও সবচেয়ে বেশি যে নামটি আসবে তা হলো আমিয়াখুম ঝর্ণা। ত্রিপুরা ভাষায় আমিয়াখুম শব্দের অর্থ মাছের গারদ। এর ঠিক পাশেই আছে ভেলাখুম ও সাতভাই খুম।

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ের খাঁজে বয়ে চলা এই জলপ্রপাতটি যেন প্রকৃতির এক অপার বিস্ময়। তিনদিকে আকাশছোঁয়া পাহাড় যেন আমিয়াখুমকে পাহারা দিচ্ছে অতন্দ্র প্রহরীর মতো। দুরূহ পথের আকর্ষণ বাড়িয়ে দেয় বহুগুন।

এ যাত্রায় হাটতে হবে দেড় থেকে দু ঘণ্টা। এর মধ্যে ঢালু বেশ খানিকটা পথ। তবে বন্ধুর পথ পাড়ি দিয়ে আমিয়াখুমের কাছে পৌঁছাতেই ঘিরে ধরবে ঘোর লাগা বিস্ময়।

পাথর আর সবুজে ঘেরা পাহাড়ের মধ্য দিয়ে প্রবল বেগে নেমে আসছে জলধারা। দুধসাদা রঙের ফেনা ছড়িয়ে তা আবার বয়ে চলছে পাথরের গা বেয়ে।

দুর্গম পাহাড়ে লুকিয়ে থাকা মনোমুগ্ধকর আমিয়াখুম ঝর্ণা অ্যাডভেঞ্চার প্রিয়দের কাছে সবসময়েই হয়ে থাকবে এক আরাধ্য গন্তব্য।

সম্পর্কিত

আরও পড়ুন

×