ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার বাড়িতে সন্ত্রাসী হামলা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার বাড়িতে সন্ত্রাসী হামলা

মোটরসাইকেল ভাঙচুর

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২২ | ১০:২২ | আপডেট: ০৫ মে ২০২২ | ১০:২৪

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে ফেনী শহরের ফলেশ্বর বাড়িতে সাংবাদিকদের এ সব তথ্য জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন।

আরও পড়ুন: দুর্নীতি মামলায় স্ত্রীসহ সাবেক ওসি কারাগারে

অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, ঈদের দুদিন পূর্বে তিনি ফেনী গ্রামের বাড়িতে আসি। ঈদগাহে নামাজ পড়ে আসার পর থেকে সরকার দলীয় বেশ কিছু সন্ত্রাসী আমার গ্রামে ও বাড়ির চতুরপাশে সশস্ত্র মহড়া দিতে শুরু করে। আমার সঙ্গে দেখা করতে আসা নেতাকর্মীদের হামলা করে। তাদের সিদ্ধান্ত আমাকে বাড়িতে থাকতে দেবে না। আমার বাড়িতে কেউ আসলে তাকে পথে ঘাটে লাঞ্চিত করবে। আমকে রাজনীতি করতে দিবে না। আমি নিরাপত্তা হীনতায় ভুগছি।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, নিজাম উদ্দিন বলেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীনের বাড়ির পাশে সন্ত্রাসীরা মহড়া দিচ্ছে অভিযোগের পর পুলিশ পাঠিয়েছি। তারা কাউকে দেখেনি। নেতাকর্মী আটকের বিষয়ে বলেন, তাদের বিরুদ্ধে মামলা থাকায় চার জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

×