ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ফোন করে রাশিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন জেলেনস্কি

ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ফোন করে রাশিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন জেলেনস্কি

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২২ | ০৯:৪৯ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপনকে ঘিরে বেনেতকে ফোন করেন জেলেনস্কি। সকালে একটি ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মন্তব্য পুরো বিশ্বকে ক্ষুব্ধ করেছে।

আরও পড়ুন: মসজিদে আজান হলো ঠিকই তবে শোনা গেল না মাইকে

রোববার এক সাক্ষাৎকারে লাভরভ বলেন, নাৎসি স্বৈরশাসকের ‘ইহুদি রক্ত’ ছিল। তার এমন মন্তব্যের পর ইসরায়েলে ক্ষোভের জন্ম হয়। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে রাশিয়া। এরপর একজন শীর্ষ রাশিয়ান কর্মকর্তার এমন মন্তব্যের পর কড়া নিন্দা জানান বেনেত। হিটলার ইহুদি ছিলেন লাভরভের এমন দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার থেকেই ইসরায়েল মস্কোর সমালোচনা করে আসছিল। তবে এতদিন পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদের মাধ্যমে সেই কাজটি করেছে ইসরায়েল। কিন্তু লাভরভের এমন মন্তব্যের পর এই প্রথম কড়াভাবে সমালোচনা করলেন বেনেত। এর আগে জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে ইসরায়েল।

আরও পড়ুন: ৪ বছরের সন্তানের সামনে তরুণীকে ধর্ষণ করল ১৪ বছরের কিশোর

আরও পড়ুন

×