ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ঈদের দিনও বাড়ি ফিরছেন অনেকে

ঈদের দিনও বাড়ি ফিরছেন অনেকে

ঈদের দিনও বাড়ি ফিরছেন অনেকে

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২২ | ১২:৩৫ | আপডেট: ০৩ মে ২০২২ | ১৫:৫৪

রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে আসা এক ব্যবসায়ী জানান, গ্রামের বাড়িতে মা থাকেন। ব্যবসার জন্য ঈদের আগে বাড়ি যাওয়া সম্ভব হয়নি। তাই সকালে নামায আদায় করে পরিবারকে সঙ্গে নিয়ে মাকে দেখতে গ্রামের বাড়ি যাচ্ছি। মায়ের সঙ্গে দেখা করব, পাশাপাশি বাবার কবর জিয়ারত করব।

ছুটি না থাকা এবং ঈদযাত্রায় ভোগান্তি এড়ানোসহ নানা কারণে ঈদের আগে ঢাকা ছাড়তে পারেননি অনেকে। রাজধানীর বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, বাস কাউন্টারগুলো খোলা রয়েছে। যাত্রীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
   
যারা শো-রুমে চাকুরী করেন, চাঁদা রাতে ২/৩টা পর্যন্ত বেচাকেনা হওয়ায় মালিক ঈদের দিন ছুটি দিয়েছেন। তাই নামাজ পড়েই শো-রুশে ও এ ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরাও আজ গ্রামে বাড়ি যাচ্ছেন।

এদিকে, ঈদের দিন যাত্রী পাওয়ায় খুশি পরিবহন সংশ্লিষ্টরা। তারা জানান, নানা কারণে যারা ঈদের আগে বাড়িতে যেতে পারেননি। তারা আজ যাচ্ছে। আবার কিছু সৌখিন যাত্রীও আছে। যারা আরামে বাড়িতে যেতে চান, তারাও আজ যাচ্ছেন।

আরও পড়ুন: নির্মল প্রকৃতি আর অকৃত্রিম সৌন্দর্যের দেখা মিলবে ধুপপানি ঝর্ণায় (ভিডিও)

আরও পড়ুন

×