ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

পটুয়াখালীতে কখন কোথায় ঈদের জামাত 

পটুয়াখালীতে কখন কোথায় ঈদের জামাত 

পটুয়াখালীতে ঈদের জামাত 

সমকাল ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২২ | ১৬:৫৪ | আপডেট: ০২ মে ২০২২ | ১৬:৫৫

ইসলামিক ফাউন্ডেশন থেকে এসব ঈদের জামাতের সময় জানানো হয়েছে। পটুয়াখালী ইসলামি ফাউন্ডেশন এর উপ পরিচালক মো. মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

পটুয়াখালী পৌরসভা নিয়ন্ত্রিত 

কেন্দ্রীয় পুরাতন ঈদ গা ময়দানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।  এছাড়া জেলা প্রশাসক ঈদগা ময়দান (চারপাড়া) ৮টা ১৫ মিনিটে, ডিসি স্কয়ারে সকাল ৮টা ৩০ মিনিটে, মদিনা জামে মসজিদ সকাল ৭টা ৩০ মিনিটে, পুরান বাজার জামে মসজিদে সকাল ৮টায়, বড়বাড়ী জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।  

মার্কাজ জামে মসজিদ সকাল ৮টা, উকিল বাড়ি বায়তুল ইমান জামে মসজিদ সকাল ৮টা ৩০, বাসস্ট্যান্ড জামে মসজিদ  সকাল ৮টা ১৫ মিনিট, পল্লী বিদ্যুৎ জামে মসজিদ সকাল  ৮টা ৩০, কলাবাগান বাবরী জামে মসজিদ ৮টা ১৫, কলাবাগান হাউজিং জামে মসজিদ  ৭টা ৩০, পুলিশ লাইন জামে মসজিদ ৮টা ১৫, বায়তুল মামুর জামে মসজিদ ৮টা, বায়তুল মোয়াজ্জেম পুরান বাস স্ট্যান্ড জামে মসজিদ ৮টায়, ফায়ার সার্ভিস জামে মসজিদ সকাল ৭টা ৩০ মিনিট হাসপাতাল জামে মসজিদ সকাল ৮টা ১৫ মিনিট, বড় চৌরাস্তা জামে মসজিদ সকাল ৭টা ৩০ মিনিট, বিটাইপ জামে মসজিদ ঈদগাহে ৮টা, থানা পাড়া জামে মসজিদ ঈদগা ৮টা ১৫ মিনিট এবং পাওয়ার হাউজ জামে মসজিদ সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 

এদিকে যথাযথ মর্যাদায় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

পটুয়াখালী পৌর মেয়র মো. মহিউদ্দিন আহমেদ বলেন, এবার পৌর ঈদগাহে  সব থেকে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।  এ জন্য এর আশপাশের এলাকা প্রস্তুত করা হয়েছে। এছাড়া বৈরী আবহাওয়া এবং বৃষ্টির কথা বিবেচনা করে ঈদগাহে ত্রিপল দিয়ে ঢেকে দেয়া হয়েছে।

আরও পড়ুন

×