ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

দুই দিন ঈদ উদযাপন করছে সুন্নি-শিয়ায় বিভক্ত ইরাক

দুই দিন ঈদ উদযাপন করছে সুন্নি-শিয়ায় বিভক্ত ইরাক

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২২ | ০৮:২৯ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ দেশটির সর্বোচ্চ শিয়া নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলি আল-সিস্তানির বরাত দিয়ে বলেছেন, সোমবার সন্ধ্যায় শাওয়াল মাসের নতুন চাঁদ স্পষ্টভাবে দেখা যাবে, এজন্য মঙ্গলবার ঈদুল ফিতর হবে।

আরও পড়ুন: বাবাকে না পেয়ে দুই মেয়েকে ঘরে ঢুকে পেটাল পুলিশ, একজনের মৃত্যু

এদিকে কুর্দিস্তান আঞ্চলিক সরকার (কেআরজি) এনডাউমেন্ট এবং ধর্ম বিষয়ক মন্ত্রী পিশতিওয়ান সাদিক শনিবার গভীর রাতে ঘোষণা করেছেন যে, রোববার রমজানের শেষ দিন হবে এবং সোমবার হবে ঈদুল ফিতরের প্রথম দিন। ইরাকি কুর্দিস্তান অঞ্চলের অধিকাংশ মুসলিম সুন্নি।

সুন্নি এনডাউমেন্টের দিওয়ানও শনিবার ঘোষণা করেছে যে, সোমবার ঈদের প্রথম দিন হবে। প্রসঙ্গত, প্রতি বছরই ইরাকে সুন্নি মুসলিমরা ঈদুল ফিতর ও ঈদুল আজহা যেদিন পালন করেন, তার একদিন পর ঈদ উদযাপন করেন দেশটির শিয়ারা।

আরও পড়ুন: ৩ মে’র মধ্যে সব মসজিদ থেকে মাইক সরাতে হবে: রাজ ঠাকরে

আরও পড়ুন

×