ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

মাইকের তার কাটল ইসরায়েলি বাহিনী, আল-আকসায় শোনা গেল না আজান

মাইকের তার কাটল ইসরায়েলি বাহিনী, আল-আকসায় শোনা গেল না আজান

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২২ | ১১:২৪ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

শুক্রবার জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি এবং ইসরায়েলি পুলিশের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে ৪২ জন আহত হওয়ার পরে এটি সবশেষ ঘটনা। এর আগে টানা কয়েক সপ্তাহ ধরে আল-আকসায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন: ওড়ার ৪০ মিনিট পর জানা গেল ট্রেনিং শেষ হয়নি পাইলটের, অতঃপর...

ইসরায়েলের পুলিশ বলেছে যে, ‘দাঙ্গাকারীরা’ পাথর ও আতশবাজি নিক্ষেপ করার পরে তারা কম্পাউন্ডে প্রবেশ করে। তারা আল-আকসার নিচে পবিত্র ইহুদি স্থান পশ্চিম প্রাচীর এলাকায়ও প্রবেশ করে।

বিবৃতিতে বলা হয়েছে যে, কর্মকর্তারা অস্থিরতা নিয়ন্ত্রণে ‘দাঙ্গা দমনের উপায়’ ব্যবহার করেছিলেন। প্রত্যক্ষদর্শী ও এএফপি সাংবাদিকরা জানিয়েছেন, পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। রেড ক্রিসেন্ট বলেছে যে, আহতদের বেশিরভাগই ‘শরীরের উপরিভাগে আঘাত’ পেয়েছে।

আরও পড়ুন: মসজিদে আজান হলো ঠিকই তবে শোনা গেল না মাইকে

জেরুজালেমের পুরানো, প্রাচীর ঘেরা শহরের কেন্দ্রস্থলে, ইসরায়েলি-অধিভুক্ত পূর্ব জেরুজালেমের অংশে উত্তেজনা বিরাজ করছে। গত দুই সপ্তাহে আল-আকসা কম্পাউন্ডে সংঘর্ষে ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে।

আরও পড়ুন

×