ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ওড়ার ৪০ মিনিট পর জানা গেল ট্রেনিং শেষ হয়নি পাইলটের, অতঃপর...

ওড়ার ৪০ মিনিট পর জানা গেল ট্রেনিং শেষ হয়নি পাইলটের, অতঃপর...

প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২২ | ১১:০০ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

প্লেনটি যখন আয়ারল্যান্ডের ওপরে ছিল ক্যাপ্টেন জানতে পারেন যে ফার্স্ট অফিসার তার প্রশিক্ষণ শেষ করেননি। এরপরই তড়িঘড়ি করে এয়ারবাস এ৩৩০-কে উড্ডয়নের মাত্র ৪০ মিনিটের মধ্যেই হিথ্রোতে ফিরে আসার নির্দেশ দেয়া হয়।

আরও পড়ুন: ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ফোন করে রাশিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন জেলেনস্কি

এই মডেলের উড়োজাহাজ ৩০০ যাত্রী বহন করতে পারে। ওই বিমানটি হিথ্রোতে ফিরে আসার পর আরেকজন কো-পাইলটের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। তাই নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে অবতরণ করে ফ্লাইটটি।

পরে এক বিবৃতিতে এয়ারলাইন কর্তৃপক্ষ জানায়, একটি রোটা ভুলের কারণে এমনটা হয়েছে। এজন্য তারা ক্ষমা চেয়েছে। তারা যাত্রীদের আশ্বস্ত করেছে যে তাদের নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হয়নি। উভয় পাইলট সম্পূর্ণ লাইসেন্সপ্রাপ্ত এবং বিমান পরিচালনার জন্য যোগ্য বলেও জানায় তারা।

আরও পড়ুন: মসজিদে আজান হলো ঠিকই তবে শোনা গেল না মাইকে

কিন্তু একটি সূত্র দ্য সানকে জানিয়েছে, উড়োজাহাজটি আয়ারল্যান্ড পর্যন্ত উড়ে যাওয়ার পর জানা গেল ফার্স্ট অফিসারের তখনও ট্রেনিং শেষ হয়নি। হিথ্রোতে ফিরে যাওয়া এবং ক্রুদের আরও অভিজ্ঞ সদস্যের সন্ধান করা ছাড়া ক্যাপ্টেনের আর কোনো উপায় ছিল না। এটি সবার জন্য বিব্রতকর এবং যাত্রীরা ক্ষিপ্ত ছিল এ ঘটনায়।

আরও পড়ুন

×