ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

নেইমারকে নিজের মতো থাকতে বললেন রোমারিও

নেইমারকে নিজের মতো থাকতে বললেন রোমারিও

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২ | ০৮:১৯ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৪ | ০৬:০১

ব্রাজিলের ১৯৯৪ সালের বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন রোমারিও। প্রতিভাবান দেখলে তার জহুরী চোখ খুব সহজেই চিনে নেয়। কাতার বিশ্বকাপেও আছেন কিংবদন্তি এই ফুটবলার। তিনি প্লেয়ার্স ট্রিবিউনে লিখছেন নিয়মিত। সেখানেই নেইমারকে উদ্দেশ্য করে ছোট্ট একটা লেখায় কাতারে নেইমারকে নিয়েই বাজি ধরেছেন রোমারিও।

প্লেয়ার্স ট্রিবিউনে রোমারিও লেখেন, ‘নেইমারকে অনেকে অনেক উপদেশ দিতে আসে কিন্তু আমি বলবো নেইমার, তুমি নিজের মতো খেলো। নেইমারকে বলবো, তুমি নিজের মতোই থাকো। তুমি যেমন সেটাই থাকো। কিছু মানুষ তোমার সমালোচনা করবেই। মিডিয়া, সমর্থকরা এমনকি প্রতিপক্ষ তখনই তোমার প্রশংসা করবে যখন তুমি নিজের কাছে সৎ থাকবে’।

নেইমারকে নিয়ে কম আলোচনা সমালোচনা হয় না। তিনি এমন একজন চরিত্র যিনি প্রায়শই মাঠের বাইরের নানা ঘটনা নিয়ে আলোচনায় থাকেন। বার্সেলোনা ছেড়েছেন প্রায় অর্ধযুগ হতে চলেছে। অথচ এখনও তিনি সেই সান্তোস থেকে বার্সেলোনায় যাওয়ার দলবদলে জালিয়াতির মামলায় কোর্টে হাজিরা দেন। যদিও মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

এর আগে একবার ধর্ষণ মামলাতেও অভিযুক্ত হয়েছিলেন নেইমার, সেখান থেকেই তাকে দোষী প্রমাণিত করা যায়নি ঠিক, কিন্তু অভিযোগটাই এতো বড় যে নেইমারের মতো তারকার নামে কালিমা লেপনের জন্য এটা যথেষ্ট। তবে সেসবে কান দিচ্ছেন না রোমারিও। নেইমারকে ফুটবলেই মনোযোগ দিতে বললেন তিনি।

আরও পড়ুন

×