ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বাড়ছে গরম

বাড়ছে গরম

সংগৃহীত ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২২ | ১৫:২২ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘অশনি’ বাংলাদেশে আঘাত হানবে, মোকাবিলায় প্রস্তুতি পর্যাপ্ত

বৃহস্পতিবার (৫ মে) আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, আগামী কয়েকদিন ধারাবাহিকভাবে রোদের তীব্রতা বাড়তে পারে। যে কারণে গরম বাড়তে পারে। বঙ্গোপসাগরে আগামীকালের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তবে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি হবে না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বৃহস্পতিবার (৫ মে) সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এদিকে এক সপ্তাহে সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।  

আরও পড়ুন

×