ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

সিলেটে ঈদের প্রধান জামাত শাহী ঈদগাহে

সিলেটে ঈদের প্রধান জামাত শাহী ঈদগাহে

সিলেটে ঈদের জামাত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২২ | ১৪:৪৭ | আপডেট: ০১ মে ২০২২ | ১৪:৫৮

অবশ্য এবার করোনার চোখ রাঙানি নেই। তাই আসন্ন ঈদুল ফিতরের দিনে ঈদগাহ এবং খোলা মাঠে ঈদের জামাত আদায় করতে পারবেন মুসল্লিরা। এ লক্ষ্যে সিলেট শাহী ঈদগাহ প্রস্তুত করার জন্য উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন এবং ঈদগাহ কমিটি।

সিসিক সূত্র জানায়, দীর্ঘ দিন পর শাহী ঈদগাহ ময়দান প্রস্তুত করা হচ্ছে। বৃষ্টির আশঙ্কা হলে মাঠে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হতে পারে।  ঈদের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠ পরিদর্শন করে সার্বিক প্রস্তুতির বিষয়টি গণমাধ্যমে তুলে ধরবেন।

সিলেট নগরের শাহী ঈদগাহে সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এছাড়া সিলেটের দরগাহ মসজিদ, কুদরত উল্লাহ জামে মসজিদ, কালেটারেট মসজিদসহ বিভিন্ন ঈদগাহে এক থেকে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত

আরও পড়ুন

×