ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

শেষ হলো দুই দিনব্যাপী ‘নোয়াখালী উৎসব’

শেষ হলো দুই দিনব্যাপী ‘নোয়াখালী উৎসব’

নোয়াখালী উৎসব

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২২ | ১৭:৩৫ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান। এর আগে বৃহস্পতিবার (৫ মে) সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকী এমপি এবং মুক্তিযুদ্ধ চলাকালীন বৃহত্তর নোয়াখালীর মুজিব বাহিনীর (বিএলএফ) প্রধান মাহমুদুর রহমান বেলায়েত।

আরও পড়ুন: কিশোরগঞ্জে ট্রেনের টিকিট কাটতে এসে হট্টগোল, পুলিশ কর্মকর্তার ওপর হামলা

উৎসবে বৃহত্তর নোয়াখালীর নানা শ্রেণি পেশার নানা বয়সী মানুষ অংশগ্রহণ করেন। উৎসবে আলোচকরা নোয়াখালী জেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। 

উল্লেখ্য, ১৮২২ সালের ২৯ মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের ত্রিপুরা থেকে ফরমান জারির মাধ্যমে ভুলুয়া মহকুমা তথা বৃহত্তর নোয়াখালী জেলার প্রতিষ্ঠা হয়।

সম্পর্কিত

আরও পড়ুন

×