ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

মাঠে বসে মায়ের খেলা দেখার অনুমতি

মাঠে বসে মায়ের খেলা দেখার অনুমতি পেলেন ছোট্ট ফাতিমা ফাতিমা ফাতিমা

অনুমতি পেলেন ছোট্ট ফাতিমা

মাঠে বসে মায়ের খেলা দেখার অনুমতি পেলেন ছোট্ট ফাতিমা

মাঠে বসে মায়ের খেলা দেখার অনুমতি পেলেন ছোট্ট ফাতিমা

সমকাল

প্রকাশ: ০১ জুন ২০২২ | ০৭:৫৫ | আপডেট: ০৫ মে ২০২৪ | ১০:১৭

মা বিসমাহ মারুফ মাঠে খেলছেন আর ডাগআউটে বসে অপলক দৃষ্টিতে তা দেখছেন শিশু কন্যা ফাতিমা। গত কয়েক মাসে বিশ্ব ক্রিকেট বেশ কয়েকবার এমন ঘটনার সাক্ষীও হয়েছে। সবশেষ নারীদের ওয়ানডে বিশ্বকাপ ও চলতি ফেয়ারব্রেক টুর্নামেন্টেও এটি রীতিমতো আইকনিক দৃশ্যেই পরিণত হয়েছে। কমনওয়েলথ গেমসেও এমন দৃশ্য দেখা যাবে এটাই স্বাভাবিক ছিল। তবে গেমস ভিলেজে শিশু কন্যা ফাতিমাকে আনার অনুমতি না দেয়ায় শঙ্কা ছিল হয়ত কমনওয়েলথে আর এমন দৃশ্য দেখা যাবে না।

sss

কিন্তু না শেষ পর্যন্ত মাতৃত্বই জয়ী হলো। ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফকে তার শিশুকন্যা ফাতিমাকে সঙ্গে নিয়ে কমনওয়েলথ গেমস ভিলেজে থাকার জন্য অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

অবশ্য কিছুদিন আগেই পিসিবি কমনওয়েলথ কর্তৃপক্ষে কাছে তাদের স্কোয়াডের সঙ্গে অতিরিক্ত দু’জন মানুষের অ্যাক্রিডিটেশন দেয়ার আবেদন করে। যা গেমস কর্তৃপক্ষ বাতিল করে দেয়। তবে চাপের মুখে গেমস কর্তৃপক্ষ তাদের পুরোনো সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

 

আরও পড়ুন

×