ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

সাংবাদিক এবং গণমাধ্যমের নিরাপত্তা সূচকে তলানিতে বাংলাদেশ

সাংবাদিক এবং গণমাধ্যমের নিরাপত্তা সূচকে তলানিতে বাংলাদেশ

নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হামলার সংগৃহীত ছবি।

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২২ | ১৩:২২ | আপডেট: ০৩ মে ২০২২ | ১৩:৩০

তবে সাংবাদিক এবং গণমাধ্যমের নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান ১৮০ দেশের মধ্যে ১৭২। অর্থাৎ সাংবাদিক ও গণমাধ্যমের নিরাপত্তার দিক থেকে বাংলাদেশের অবস্থান একেবারে তলানিতে।

রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এই তথ্য জানা গেছে। সাংবাদিকদের প্যারিসভিত্তিক আন্তর্জাতিক সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের পয়েন্ট হলো ৩৬ দশমিক ৬৩। যা আগের বছর ছিল ৫০ দশমিক ২৯। 

আরএসএফের দেয়া তথ্য অনুসারে, গণমাধ্যমের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সূচকে বাংলাদেশের অবস্থান ১৪০তম। অর্থনৈতিক সুরক্ষা সূচকে অবস্থান ১৩৮তম। আইনগত নিয়ন্ত্রণ সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৮তম এবং সামাজিক সুরক্ষা সূচকে অবস্থান ১৪৯তম।

বাংলাদেশের সামগ্রিক অবস্থান এসব সূচকের তুলনায় বেশ খানিকটা নিচে। তবে এসব সূচকে বাংলাদেশ একটু এগিয়ে থাকলেও সাংবাদিক এবং গণমাধ্যমের নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান একেবারেই তলানির দিকে। ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭২তম। 

চলতি বছর বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করেছে ইউরোপের দেশ নরওয়ে। দেশটির অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তালিকায় ২ ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক। সুইডেন আগের বছরের মতোই এবারও তৃতীয় স্থান দখল করে রেখেছে। ১৮০তম দেশ হিসেবে তালিকার সবচেয়ে নিচে রয়েছে উত্তর কোরিয়া। 

বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের অবস্থানও পিছিয়েছে। দেশটি ৮ ধাপ পিছিয়ে ১৫০তম অবস্থানে আছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থানই সবচেয়ে নিচে।

আরও পড়ুন

×