ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ঈদের আগ মুহূর্তে বাজার থেকে উধাও ভোজ্যতেল (ভিডিও)

ঈদের আগ মুহূর্তে বাজার থেকে উধাও ভোজ্যতেল (ভিডিও)

বাজার থেকে উধাও ভোজ্যতেল

বিজনেস 24 ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২২ | ১৩:৩৩ | আপডেট: ০২ মে ২০২২ | ১৬:০৮

রাজধানীর কারওয়ান বাজার, কৃষি মার্কেট, কিংবা হাতিরপুল তেলশূন্য প্রায় সব দোকান। ঈদের আগের দিনও তেল কিনতে এসে খালি হাতে ফিরছেন ক্রেতারা।

এক রকম সোনার হরিণ হয়ে ওঠা পণ্যটি দু-একটি দোকানে পাওয়া গেলেও কিনতে চাইলে বাধ্যতামূলক জুড়ে দেয়া হচ্ছে অন্যান্য পণ্য। ভাগ্যগুণে কেউ পেয়ে গেলেও গুণতে হচ্ছে বাড়তি দাম।

বাজারে তেল না থাকার পেছনে দোকানিদের যুক্তি যোগান মিলছে না চাহিদা মতো। এমনকি কিছুদিন ধরে বন্ধ রেখেছে বেশ কয়েকটি সরবরাহকারী প্রতিষ্ঠান।

বিক্রেতাদের দাবি, উৎপাদক প্রতিষ্ঠানগুলো সরবরাহ করছে না চাহিদা মতো।

এমন সঙ্কটে বাজার তদারকিও যেনো হয়ে উঠেছে এক রকম লোক দেখানো। কারণ বেশকিছুদিন ধরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই কার্যক্রম চালালেও আসেনি কোনো সমাধান। তবে এদিনও আর্থিক জরিমানা করা হয় বেশ কয়েকটি দোকানকে।

এমন অবস্থায় ঈদের পর আরও এক দফা দাম বৃদ্ধির আশঙ্কায় ক্রেতা-বিক্রেতারা।

আরও পড়ুন: ঈদের আগে আবারও চড়া বাজারদর

সম্পর্কিত

আরও পড়ুন

×