ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

সরকারের উন্নয়নের পথে কেউ বাধা হলে রুখে দেয়া হবে: খাদ্যমন্ত্রী

সরকারের উন্নয়নের পথে কেউ বাধা হলে রুখে দেয়া হবে: খাদ্যমন্ত্রী

ছবি সংগৃহীত

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২২ | ১০:১৬ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

সাধন চন্দ্র মজুমদার বলেন, সব ষড়যন্ত্র আর বাধা উপেক্ষা করে তরতর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যে উন্নয়ন কর্মযজ্ঞের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অকল্পনীয় উন্নয়ন কেবল বঙ্গবন্ধু কন্যার মাধ্যমেই সম্ভব। অন্যরা শুধু লুটপাট আর সমালোচনা করতে জানেন। সরকারের উন্নয়নের পথে কেউ বাঁধা হলে তাকে রুখে দেয়া হবে।

তিনি বলেন, দেশে এবার ধানের বাম্পার ফলনের সম্ভাবনা আছে। সবকিছু ঠিকঠাক থাকলে ন্যায্য দাম পাবেন কৃষক। কৃষকের ন্যায্য দাম নিশ্চিতে সরকারিভাবে ধান কেনা শুরু করা হয়েছে।

আরও পড়ুন: সয়াবিনের বাজার নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ইনু

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।

সম্পর্কিত

আরও পড়ুন

×