ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

দর্শকের ভালোবাসায় আবারও মাঠে ফিরলেন ফাতি 

দর্শকের ভালোবাসায় আবারও মাঠে ফিরলেন ফাতি 

সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২২ | ১১:১৪ | আপডেট: ০২ মে ২০২২ | ১১:৫৪

আরও পড়ুন: ওমরাহ পালনকালে কাবার গিলাফ তৈরিতে অংশ নিলেন বাবর আজম

গত ২০ জানুয়ারি বার্সেলোনার জার্সিতে সবশেষ ম্যাচ খেলেন ফাতি। লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর কাতালান ক্লাবটির দশ নম্বর জার্সি পান তিনি। কিন্তু চোটের সঙ্গে সখ্যতায় বেশিরভাগ সময় মাঠের বাইরেই কাটছে তার। দুই মাসের বেশি সময় বাইরে থাকার পর গত জানুয়ারিতে মাঠে ফিরেছিলেন। কিন্তু ক’দিনের ব্যবধানে ফের চোটে পড়েন ফাতি। এ দফায় হ্যামস্ট্রিংয়ের সেই চোট কাটিয়ে তিন মাসের বেশি সময় পর মাঠে ফি্রেছেন এই উইঙ্গার।

বার্সেলোনার যুব দল থেকে উঠে আসা ১৯ বছর বয়সী ফাতি ক্যারিয়ারের শুরু থেকেই ভুগছেন চোটে। ২০২০ সালের নভেম্বরে বাঁ হাঁটুর চোটে ছিটকে পড়ার পর তিনবার অস্ত্রোপচার করাতে হয়। সে দফায় ১০ মাস মাঠের বাইরে ছিলেন। এদিকে রিয়াল মাদ্রিদ লা লিগার শিরোপা নিশ্চিত করে ফেলেছে। বার্সেলোনা রয়েছে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করা এবং চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করার মিশনে। ৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে বার্সেলোনা। 

আরও পড়ুন

×