ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

কানেরিয়াকে নিজের চরিত্রের দিকে তাকাতে বললেন আফ্রিদি

কানেরিয়াকে নিজের চরিত্রের দিকে তাকাতে বললেন আফ্রিদি

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২২ | ১২:১২ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ০৯:৩১

সম্প্রতি ৪২ বছর বয়সী সাবেক লেগস্পিনার দাবি করেন, হিন্দু হওয়ার কারণে আফ্রিদি তার সঙ্গে দুর্ব্যবহার করতেন এবং তাকে ইসলাম ধর্মগ্রহণে চাপ দিতেন। তার এই অভিযোগ প্রত্যাখ্যান করে আফ্রিদি বললেন, ‘যে লোক এসব বলে বেড়াচ্ছে, তার নিজের চরিত্র তো দেখুন।’

আরও পড়ুন: ২০২৮ ও ২০৩২ ইউরো নিলামে রাশিয়া নিষিদ্ধ: উয়েফা

সাবেক পাক এ অধিনায়কের মতে, কানেরিয়া স্পটফিক্সিং করে দেশের সুনাম নষ্ট করেছেন এবং নিজেই নিজের ক্যারিয়ার শেষ করেছেন, ‘সস্তা খ্যাতি ও টাকা কামাতে আমার বিরুদ্ধে অভিযোগ করছে। কানেরিয়া ছিল আমার ছোট ভাইয়ের মতো এবং অনেক বছর ধরে একই বিভাগে আমি তার সঙ্গে খেলেছিলাম।’

১৫-২০ বছর পর এসব নিয়ে অভিযোগ করায় প্রশ্ন তুলে সাবেক অধিনায়ক বলেন, ‘সবাই তার চরিত্র সম্পর্কে জানে। আমার যদি মানসিকতা খারাপ হতো তাহলে কেন সে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও হাবিব ব্যাংক লিমিটেডের কাছে তখন অভিযোগ করেনি। সে আমাদের শত্রু দেশের কাছে সাক্ষাতকার দিচ্ছে যা ধর্মীয় অনুভূতিতে উস্কানি দিতে পারে।’

গত সপ্তাহে এক ভারতীয় গণমাধ্যমকে কানেরিয়া বলেছিলেন, ‘শোয়েব আখতার প্রথম ব্যক্তি যে আমার সমস্যা নিয়ে প্রকাশ্যে কথা বলেছে। এটা (হিন্দু হওয়ার কারণে দুর্ব্যবহারের শিকার) বলার কারণে তাকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা। যদিও পরে সে কারো কাছ থেকে চাপের মুখে পড়ে এ নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছে। কিন্তু হ্যাঁ, এটা আমার প্রতি হয়েছিল। শহীদ আফ্রিদি সবসময় আমাকে দমন করে রাখত। আমরা একই বিভাগে একসঙ্গে খেলতে অভ্যস্ত ছিলাম, কিন্তু সে আমাকে বেঞ্চে রাখতে চাইত এবং ওয়ানডে টুর্নামেন্টে খেলতে দিতো না।’

২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত ৬১ টেস্টে ২৬১ উইকেট নেয়া কানেরিয়া মাত্র ১৮টি ওয়ানডে খেলেন। আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ করে তিনি আরো বলেন, ‘সে আমাকে দলে চাইত না। সে ছিল একজন মিথ্যাবাদী, ভন্ড। কারণ সে একজন চরিত্রহীন ব্যক্তি। যাই হোক, আমার মনোযোগ ছিল কেবল ক্রিকেট নিয়ে। আমি এসব কপটতা সবসময় এড়িয়ে যেতাম। শহীদ আফ্রিদি একমাত্র যে কি না অন্য খেলোয়াড়দের কাছে গিয়ে আমার বিরুদ্ধে তাদের প্ররোচিত করতো। আমি ভালো পারফর্ম করছিলাম এবং সে আমাকে হিংসা করতো।’

আরও পড়ুন

×