ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

রমজান ও ঈদে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে

রমজান ও ঈদে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে

ছবি সংগৃহীত

অর্থনীতি ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২২ | ১৬:৫৩ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

আজ বৃহস্পতিবার (৫ মে ) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, চলতি বছরের এপ্রিলে ২০০ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। গত ১১ মাসের মধ্যে যা সর্বোচ্চ। ২০২১ সালের এপ্রিলে এসেছিল ২০৬ কোটি ৭৬ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে, গত ২৮ এপ্রিল পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন, বেসরকারি, বিদেশি ও  বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে মোট ২০০ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এ অংক আগের মাসের চেয়ে প্রায় ১৫ কোটি ডলার বেশি। গত মার্চে রেমিট্যান্স এসেছিল ১৮৫ কোটি ৯৭ লাখ ডলার।

এর আগে ফেব্রুয়ারি মাস ২৮ দিন হওয়ায় ওই মাসে রেমিট্যান্স প্রবাহ কমে। তবে মার্চে ওই সূচকে ফের গতি ফিরে। সেই মাসে ফেব্রুয়ারির চেয়ে ২৪ দশমিক ৪৫ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে। 

আরও পড়ুন: প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে কাজের অভাব হবে না: পরিকল্পনামন্ত্রী

এর আগের দুই মাস ডিসেম্বর ও জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ১৬৩ কোটি ৬ লাখ এবং ১৭০ কোটি ৪৫ লাখ ডলার।

২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্সের উল্লম্ফন ছিল। আলোচিত সময়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ২ হাজার ৪৭৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। আগের অর্থবছরের চেয়ে যা ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি।

সম্পর্কিত

আরও পড়ুন

×