ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কুলখানি আজ

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কুলখানি আজ

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২২ | ০৭:০০ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করার জন্য পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহিতের। তার বয়স হয়েছিল ৮৮ বছর। পরে ১ মে মুহিতকে সিলেটের রায় নগরে সাহেব বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্ম নেয়া মুহিত তার মা সৈয়দা শাহার বানু চৌধুরী ও বাবা আবু আহমদ আবদুল হাফিজের ১৪ সন্তানের মধ্যে ছিলেন তৃতীয়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার ছোট ভাই।

আবুল মাল আব্দুল মুহিত একজন খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক ও ভাষাসৈনিক ছিলেন। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই মেয়াদ অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল মুহিত। ১৯৮২ ও ১৯৮৩ সালেও এরশাদ সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী ছিলেন।

আরও পড়ুন

×