ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

শ্রীলঙ্কা সিরিজের আগে সুখবর পেল বাংলাদেশ 

শ্রীলঙ্কা সিরিজের আগে সুখবর পেল বাংলাদেশ 

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২২ | ০৯:০৪ | আপডেট: ০১ মে ২০২২ | ০৯:১০

আরও পড়ুন: মেয়ের নাম জানালেন টাইগার পেসার তাসকিন

তবে শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টেই সুখবর পেল বাংলাদেশ দল। ইনজুরি কাঁটিয়ে শিগগিরই দলে ফিরছেন পেসার শরিফুল ইসলাম। প্রথম টেস্টেই খেলতে পারবেন তিনি। তবে পাস করতে হবে ফিটনেস পরীক্ষায়। 

অজানা রোগ থেকে নিরাময়ে শরিফুলকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠিয়েছিল বিসিবি। তবে আপাতত শরিফুলের অপারেশনের প্রয়োজন পড়ছে না বলে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে এই বাঁ হাতি পেসারকে নিয়ে অনিশ্চয়তা কেটেছে।

শুক্রবার (৩০ এপ্রিল) খেলাধুলা বিষয়ক নিউজপোর্টল ক্রিকবাজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, ‘এই মুহূর্তে তার কোনো অস্ত্রোপচার লাগছে না। যার ফলে সে প্রথম টেস্ট থেকেই আমাদের সঙ্গে থাকবে। এখন আমরা তাসকিন আহমেদকে পাচ্ছিনা, এই কথা মাথায় রাখতে শরিফুলের এই খবরটা আমাদের মনোবল বাড়াবে।’

আরও পড়ুন

×