ঢাকা বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

ঈদ আনন্দে বাঁধভাঙা উচ্ছ্বাস, পর্যটন কেন্দ্রে মানুষের ঢল (ভিডিও)

ঈদ আনন্দে বাঁধভাঙা উচ্ছ্বাস, পর্যটন কেন্দ্রে মানুষের ঢল (ভিডিও)

ঈদ আনন্দে বাঁধভাঙা উচ্ছ্বাস

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২২ | ১১:৪৫ | আপডেট: ০৪ মে ২০২২ | ১১:৫৬

রাজধানীর চিড়িয়াখানাসহ সব বিনোদন কেন্দ্রে ঈদের দ্বিতীয় দিনের সকাল থেকেই ভিড়। সকাল ১০টা। প্রায় হাজারো মানুষের জনস্রোত মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। মূল ফটক পেরিয়ে মানুষের এই দীর্ঘ সারি মূল সড়ক পর্যন্ত। যতদূর চোখ যায় আরও বিস্তর হতে থাকে মানুষের ঢল।

দুই বছরের মৌনতা ভেঙে শিশু কিংবা বুড়ো সবাই ঈদের আনন্দ উদযাপনে মুখর প্রতিটি মুখ। যদিও মানুষের দীর্ঘ এ জট নিয়ে অনেকটাই শঙ্কিত ছিলেন সঙ্গে থাকা বাবা-মা।

বেলা গড়ানোর সঙ্গে বাড়ে মানুষের চাপ। বেগতিক হয়ে উঠতে থাকে মানুষের এ স্রোত সামলানো। মানুষের এ স্রোত সামলাতে এক সময় আরো বাড়াতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা।

এবারের ঈদে এমন উপচে পড়া ভিড় সামলাতে খানিকটা অস্বস্তিতে পার্ক, চিড়িয়াখানাসহ রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো।

এদিকে সাগর সৈকত কক্সবাজারেও ঢল নেমেছে পর্যটকদের। প্রাণ ফিরেছে হোটেল-মোটেলে। তবে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ আছে।

 

এছাড়া খাগড়াছড়ি, বান্দরবানেও ভিড় রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা রেখেছে জেলা ও টুরিস্ট পুলিশ।

আরও পড়ুন: চিরচেনা রূপে কক্সবাজার সৈকত

আরও পড়ুন

×