ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বড়াইগ্রামে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৭, আহত ৩০

বড়াইগ্রামে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৭, আহত ৩০

সড়ক দুর্ঘটনা

স্টাফ রির্পোটার, নাটোর

প্রকাশ: ০৭ মে ২০২২ | ০৫:৪৫ | আপডেট: ০৭ মে ২০২২ | ১২:১৪

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলস ও নাটোর থেকে ঢাকাগামী সিয়াম পরিবহন এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষ ঘটলে দুই বাস পাশের খাদে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ১ কিশোরী ও ৫ পুরুষ যাত্রী নিহত হন। এছাড়া হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন কমপক্ষে ৩০ জন।

আরও পড়ুন: পাঁচবিবিতে কলেজ ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
 
খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায় ও নিহতদের উদ্ধার করে।
 
ফায়ার সার্ভিস রাজশাহী রেঞ্জের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা ভাই-বোন। তারা হলেন, সাদিয়া (১২) ও কাউসার (১৮)। তারা সিয়াম পরিবহনের যাত্রী ছিলেন। তাদের মা ওই বাসেই ছিলেন এবং অক্ষত আছেন। নিহত ভাই-বোন নাটোরের হরিশপুরের পাইকারদোল গ্রামের হোসেনের সন্তান। 

সম্পর্কিত

আরও পড়ুন

×