কাজটা কঠিন কিন্তু অসম্ভব না-বলছেন তামিম
হাতে বাকি শেষদিনের পুরোটা। উইকেট অক্ষত ৭টি। এখনো ইনিংস পরাজয় এড়াতে চাই আরো ১৪১ রান। শেষদিনের উইকেট নিশ্চয়ই ব্যাটসম্যানদের পক্ষে কথা বলবে না! ওয়েলিংটন টেস্টের শেষদিনে এমন দুরূহ কঠিন পরিস্থিতির সামনে দাড়িয়ে বাংলাদেশ। তবে বিপদের সামনে দাড়ানো দলকে ঠিকই সাহস যোগাচ্ছেন তামিম ইকবাল। টেস্ট সিরিজে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান বললেন-‘মানছি কাজটা কঠিন, কিন্তু অসম্ভব না।’