মিয়ানমার সীমান্তরক্ষীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৩৮ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৩১
মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া সীমান্তরক্ষীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং-য়ে এ তথ্য জানান তিনি।
মুখপাত্র বলেন, মিয়ানমারের চলমান সংঘাতের কারণে বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের গভীর সমুদ্র দিয়ে দেশে ফেরত পাঠানো হবে।
এর আগে, বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে মিয়ানমারের সার্বিক পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।