ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

যোধপুরে ঈদের দিন ফের সংঘর্ষ, মুসল্লিদের লাঠিপেটা করল পুলিশ

যোধপুরে ঈদের দিন ফের সংঘর্ষ, মুসল্লিদের লাঠিপেটা করল পুলিশ

ভিডিও থেকে নেয়া ছবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২২ | ০৬:৫৩ | আপডেট: ০৩ মে ২০২২ | ০৭:০৫

ভারতের রাজস্থানের পুলিশ জানিয়েছে, যোধপুরে মঙ্গলবার দুই সম্প্রদায়ের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। জালোরি গেট এলাকায় পতাকা উত্তোলন নিয়ে সোমবার রাতেও দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সংঘর্ষ হয়েছিল।

আরও পড়ুন: একসঙ্গে তিন নারীকে বিয়ে করলেন যুবক!

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শক্তি প্রয়োগ করার আগে মঙ্গলবার পাঁচটি এলাকা থেকে পাথর নিক্ষেপ এবং আরও সহিংসতার খবর পাওয়া গেছে। গুজব ছড়ানো রুখতে যোধপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে এবং পুলিশের নিরাপত্তায় ঈদের নামাজ আদায় করেছে মুসলিমরা।

যোধপুরে তিন দিনের পরশুরাম জয়ন্তী উৎসবও চলছে এবং উভয় সম্প্রদায়ের ধর্মীয় পতাকা লাগানো নিয়ে বিতর্কের সূত্রপাত। এরপর সোমবার রাতেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: ঈদের দিন উত্তেজনা চাই না, মহা আরতি বাতিল করে রাজ ঠাকরে

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সোমবার রাতে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। বিক্ষুব্ধ জনতা স্থানীয় পুলিশ পোস্টে হামলা চালায়। মঙ্গলবার ভোররাতে পাথর নিক্ষেপে অন্তত চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন

×