ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২২ | ১০:৫৮ | আপডেট: ০৭ মে ২০২২ | ১০:৫৯

শনিবার (৭ মে) সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু তথ্যটি নিশ্চিত করেছেন  বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটের পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ।

তিনি আরও জানান,পবিত্র শবে কদর, আন্তর্জাতিক মে দিবস ও মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর, সরকারি ও সাপ্তাহিক মিলিয়ে এবার ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত মোট সাতদিন বন্ধ ছিল বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে সকল প্রকার পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

আরও পড়ুন: আইসিইউতে ভর্তি খুলনা সিটির মেয়র খালেক

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন জানান, গত ৩০ তারিখ শনিবার থেকে ৫ মে বৃহস্পতিবার ও ৬ মে শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে সাতদিন বন্ধ থাকার পর শনিবার থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথরসহ সব প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুন

×